পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১তম জন্মদিনে ২৬ শে সেপ্টেম্বর ২০২০ করোনা আবহে সমস্ত নিয়ম বিধি ও দূরত্ব মেনে মেদিনীপুর বিদ্যাসাগর সমাজ বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ মেদিনীপুর শহরে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি প্রদানের এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাতটায় কেন্দ্রের সভ্যবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের এই মহামানবের প্রতি তাঁদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করেন।