সবিনয় নিবেদন,

বাংলার নবজাগরণের প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্মদিবস উপলক্ষ্যে আগামী ২৬শে সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার সকাল ৭টায় মেদিনীপুর শহরে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান সহ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (সমাজ বিজ্ঞান কেন্দ্রের সভাপতি) অধ্যাপক সুশান্ত চক্রবর্তী এবং এই কেন্দ্রের শুভাকাঙ্ক্ষী শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই শ্রদ্ধা অর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আপনার / আপনাদের উপস্থিতিতে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান সফল হোক।

তাই – ১২ই সেপ্টেম্বর, ২০২৫

 

206 th Birth Day celebration organized by Vidyasagar Centre for Social Sciences( Midnapore) at Midnapore Town on 26 September, 2025, attended by notable personalities, professors, doctors, and citizens of the town who paid thier heartfelt tributes to this doyen of the 19 th century Bengal Renaissance.